সিলেট -৩ আসন দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এর উপ-নির্বাচনে পার্থী হচ্ছেন সদ্য প্রয়াত এম.পির সহধর্মিণী
দক্ষিণ সুরমা প্রতিনিধি এ এইস রনি
সিলেট -৩ আসন তথা ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ – দক্ষিণ সুরমা, এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পার্থী ডজন খানেক আওয়ামী নেতা, আলোচনায় আসেন সদ্য প্রয়াত আওয়ামিলীগের পরপর তিন বারের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এম.পির সহধর্মিণীর নাম, সকল আলোচনার অবসান ঘঠিয়ে এ বিষয়ে এক বিবৃতি দেন মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পির সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরী, তিনি বলেন – প্রয়াত নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পির আত্মার মাগফিরাত কামনা করছি ৷
তিনি ছিলেন সাধারণ জনগনের নেতা, তাঁর স্বপ্ন ছিল সাধারণ মানুষের উন্নয়ন, তাঁর রেখে যাওয়া অসম্পন্ন কাজ সম্পন্ন করতে কাজ করতে চাই, শেখ হাসিনার নির্দেশনা ও ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরমার মানুষ পাশে থাকলে আমি পার্থী হব ৷
গত ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন সিলেট -৩ আসনের আওয়ামিলীগের তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি ৷ উনার প্রয়ানে ১৫ মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩১ সিলেট -৩ আসনকে শূন্য ঘোষণা করা হয়, সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী শূন্য আসন পূরনের জন্য ০৮ জুনে ২০২১ এর মধ্যে উপ-নির্বাচনের বিধান থাকলেও করোনা ভাইরাস জঠিলতায় নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্ভব হবে না।
এমতাবস্থায় জাতীয় সংসদ ২৩১ সিলেট -৩ আসনের নির্বাচন যথাসময়ে না হওয়ায় পরবর্তী নব্বই দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবীর খন্দকার ৷
Leave a Reply