আব্দুল মন্নান মোল্লার আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ার ১১৫ বছরের বৃদ্ধ আঃমন্নান মোল্লা গতো সোমবার দুপুর ৪.৪৭মিনিটের সময় না ফেরার দেশে চলেযান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তার জানাযা নামায গত মঙ্গোল বার সকাল ৯ ঘটিকায় সময় উত্তর পৈকখালী স্কুল মাঠে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতে অনুষ্ঠিত হয়েছে।
আজ হাজারো ধর্মপ্রাণ মুসোলমানদের নিয়ে মৃত্যু আঃমন্নান মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্তদোয়া মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মোস্তফা সাহেব।
তখন মানুষেরা কান্নায় ভেঙ্গে পরেন
Leave a Reply