নওগাঁয় বদলগাছী উপজেলা শাখা অনির্বাণ সম্মেলন
আরাফাত হোসেন হিমেল, নওগাঁ জেলা প্রতিনিধিঃ তারুন্যের শক্তিই অনির্বাণ এর প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই একটু একটু করে পথচলা অনির্বাণের। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে নওগাঁ জেলার এগারোটি উপজেলাতে নিজেকে বাস্তবায়ন করার সাফল্য অর্জন করেছে ছাত্রদের দিয়ে পরিচালিত এই সামাজিক সংগঠন।
নির্দিষ্ট কিছু মাস উক্ত আহবায়ক কমিটির অংশগ্রহণ মূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা সামাজিক কর্মসূচিতে সদস্যদের দক্ষতা ও আগ্রহ এর উপর বিবেচনা করে আজ নওগাঁ জেলায় প্রথম উপজেলা কমিটি হিসেবে বদলগাছী উপজেলা শাখায় নিতেশ কুমার চক্রবর্তী কে সভাপতি এবং
সাফায়েত হোসেন সাইফী কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন করেন অনির্বাণ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সম্মানিত সভাপতি এবং আজকের সম্মেলনের প্রধান অতিথি কাজী ফারদিন ইনাম তিয়াস এবং সাধারন সম্পাদক ও আজকের উদ্বোধক ইয়াসির আরাফাত অভি। বদলগাছী উপজেলা শহরে অবস্থিত বঙ্গবন্ধু সরকারি কলেজ মিলনায়তনে আহবায়ক সাফায়েত হোসেন সাইফী এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইশতিয়াক সুমন এর সঞ্চালনায়
উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি সাদমান মাহাবুব সাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন আরাফাত সিফাত,অর্থ সম্পাদক এম আল সাদিক,প্রচার সম্পাদক আসাদুজ্জামান আশিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ হাসিব চৌধুরী, প্রাণীসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রেজোয়ান আকাশ এবং গণশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রাফি রেজওয়ান। আশা করি অনুমোদিত সদস্যদের হাত ধরেই এগিয়ে যাবে বদলগাছী অনির্বাণ।
Leave a Reply