জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সম্পূন্ন
মাজেদ আহমদ জকিগঞ্জ প্রতিনিধি:: জকিগঞ্জের বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় খলাছড়া দাখিল মাদ্রাসার সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের বার্ষিক এ কর্মসূচী পালন করা হয়।
পরিষদের দেশের প্রতিনিধি ও কোষাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও দেশের প্রতিনিধি জিল্লুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান, আব্দুল করিম, আলহাজ্ব তৈয়বুর রহমান, মাহমুদুর রহমান, নজু মিয়া, পরিষদের দেশের প্রতিনিধি বেলাল আহমদ, কাজী আব্দুল বাছিত, জাবেদ আহমদ ও পরিষদের সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, অর্থ সম্পাদক বেলাল আহমদ ও খলাছড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর খলাছড়া এলাকার ভুইয়ার মুড়া, পশ্চিম খলাছড়া, পূর্ব খলাছড়া, বসনপুর, সাখরপুর ও ডিগ্রী গ্রামের ৬৫ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply