নীলফামারীতে গাছ চাপায় স্বামী-স্ত্রী ও বর্জ্রপাতে এক নারী নিহত
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘরে গাছ চাপা পড়ে স্বামী স্ত্রী ও বর্জ্রপাতে এক নারী নিহত হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নীলফামারীর জেলা উপর নির্ভর বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে জেলার কুন্দুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া ডাংগাপাড়ায় এসব ঘটনা ঘটে ।
নিহতরা হলেন , এন্তাজুল ইসলাম ( ঘুটু মিয়া) (৫১) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪৫) মারা যায় এবং অলৌকিক ভাবে বেচে যান তাদের সাথে থাকা তাদের নাতি মোজাহিদ ইসলাম (৩)।
এদিকে একই সময় জেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়ায় বর্জ্রপাতে রোকেয়া বেগম (২৬) নামে এক নারী নিহত হয়।
এবিষয়ে কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে কথা হলে তিনি বলেন তারা স্বামী স্ত্রী ও তাদের একমাত্র নাতিকে নিয়ে তারা ঝড়ের সময়ে ঘরে থাকলে প্রচন্ড ঝড়ের কারনে গাছ ঘরে পড়ে তাদের মৃত্যু হয়েছে ।
এদিকে নীলফামারীর সদর থানা ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে লাশ উদ্ধার করি এবং ঘটনাটি ঘটার কারন হচেছ ঘরের চার পাশে আম গাছ ও সেগুন গাছ থাকায় গাছ উপড়ে পরে এই ঘটনাটি ঘটেছে ।
এবিষয়ে নীলফামারীর ফায়ার সার্ভিসের উপপরিচালকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়
এবং এই কালবৈশাখী ঝড়ের তান্ডবের কারনে পুরো জেলায় এখন কারেন্ট নেই।
Leave a Reply