1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মাদারীপুর জাহিদ হত্যার খুনিদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
ad

মাদারীপুর জাহিদ হত্যার খুনিদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৬৪৪ Time View

আরিফুর রহমান মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের জাহিদ মীরাকে হত্যার প্রতিবাদে সোমবার সকাল আনুমানিক ১১ টার দিকে, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। মানববন্ধনে হত্যাকান্ডে সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনকারীরা। নিহত জাহিদ মীরা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঘুঙ্গিয়াকুল এলাকার মজিবর মীরা ছোট ছেলে। ১৪ তারিখ শনিবার রাত ৮ টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায় ১৪ তারিখ রাত্র ৮ টার দিকে পাশের কালাইমারা গ্রামে বিয়ের অনুষ্ঠানে থেকে ফেরার পথে সামচুল সওদাগর, সাগর সওদাগর,জীবন পেংরী, লোকমান পেংরী, খবির পেংরী, সাকিব সওদাগর ও তার দলবল জাহিদ মীরার পথ রোধ করে পাশের একটা ফাকা নির্জন যায়গায় নিয়ে ছুড়ি, চাপাতি ও রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক সেখান থেকে ফরিদপুর মেডিকেলে প্রেরন করে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ১৫ তারিখ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহিদ। এলাকাবাসী ও নিহতের স্বজনদেন দাবী দীর্ঘদিন ধরে হামলাকারীরা এলাকায় মাদক বিক্রি ও নৈরাজ্য চালিয়ে এসেছিলো, জাহিদ মীরা এর প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান গোলাম মীর ফারুক। তিনি বলেন জাহিদ মীরা অনেক মিশুক ও এলাকায় ভালো ছেলে হিসেবে সুপরিচিত মুখ ছিল। তিনি এই হত্যার সঠিক তদন্ত করে বিচার দাবী করেন।

আরিফুর রহমান মাদারীপুর
২৩-১১-২০২০
০১৯৩৬৩১৬205

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি