৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শশুর, ভাশুরের মধ্যযুগীকায়দায় নির্যাতনের ভয়ংকর ভিডিও….
**********************************************
সংবাদ সংগ্রহঃরিয়া আক্তার রাজাপুরে ১৮/০৫/২০২১ ইংরেজি তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটের সময় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাগড়ি ব্রাক অফিসের উত্তরে বরিশাল পিরোজপুর মহাসড়কের পূর্ব পাশে (অবঃ) সেনা সদস্য (শশুর) হাবিব গাজী ও তার বড় পুত্র (ভাশুর) আরিফ গাজী তাদের নিজ বাসভবনের ভিতরে হাবিব গাজীর ছোট পুত্র আসিফ গাজীর ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আলিমা জামান (মৌমিতার) উপর মধ্যেযুগীয় কায়দায় এই পৈশাচিক নির্যাতন চালায়।
নির্যাতিতার ডাকচিৎকার শুনে পথচারী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে কৌশলে (মোবাইল ফোনের সাহায্যে ভিডিও ধারণ) করে রাখতে পারলেও সন্ত্রাশীদের ভয়ের কারণে গৃহবধূকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারেনি কেউই,
এব্যাপারে ভুক্তভোগী গৃহবধূর পিতা, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান রাজাপুর থানায় অভিযোগ দিলে রাজাপুর থানার এ এসআই কাজী জসীমউদ্দীন আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সন্ত্রাশীদের হাত থেকে মুমুর্ষ অবস্থায় ভিকটিম ও তার ব্যাবহারিত মোবাইল ফোন উদ্ধার করে, তার পরিবারের সদস্যদের দিয়ে ভিকটিম কে চিকিৎসার জন্য রাজাপুর হাসপাতালে পাঠালেও!
রহস্য জনক কারণে অভিযুক্ত দেরকে গ্ৰেপ্তার কিংবা তাদের বিরুদ্ধে কোনো রকমের আইনি প্রক্রিয়া গ্ৰহন না করেই তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে থানায় চলে আসেন!
পরবর্তীতে অসুস্থ গৃহবধূ আলিমা জামান (ভিকটিম) কে সঙ্গে নিয়ে ভুক্তভোগী গৃহবধূর পিতা রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান আনুমানিক রাত ১১ টার দিকে অটোরিকশা যোগে রাজাপুর থানায় ঘটনার বিচার চেয়ে মামলা করতে গেলে থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা থানায় ওসি সাহেব নেই বলে ভুক্তভোগীদের অভিযোগ না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে শুকৌশলে থানা থেকে বিদায় করে দেন!
এদিকে ৯ মাসের অন্তঃসত্ত্বা ভিকটিম মারাক্তক অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ১২ টার দিকে রাজাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ভিকটিমের অবস্থা সংকটাপন্ন দেখে ভর্তি করে রাখেন।
অন্য দিকে অভিযুক্ত পক্ষের বিভিন্ন হুমকি ধামকিতে ভিকটিম ও তার পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
Leave a Reply