ভারতে পাচারকালে বেনাপোলে প্রায় ৪ কোটি টাকার কলিং কার্ড সহ পাচারকারী আটক
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
ভারতে পাচারের উদ্দেশ্য আনা ৩,৮২,৪৯,৬১৯ টাকা মুল্যের ৪৩,১৪০ পিছ ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্কার্স কার্ড) সহ আমিনুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল চেকপোষ্টের সাদিপুর সীমান্তের সেতু এন্টারপ্রাইজ নামে একটি অফিস থেকে এ স্কার্স কার্ড উদ্ধার হয়। এসময় সাদিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে আমিনুরকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২ টার সময় বেনাপোল চেকপোষ্টের সাদিপুর সেতু এন্টারপ্রাইজের অফিস কক্ষ তল্লাশি করে টেপ জড়ানো একটি কার্টুন সহ একজনকে আটক করা হয়। সেতু এন্টারপ্রাইজটি ভারত সীমান্তের মেইন পিলার ১৮/৮ এস হতে ২০০ গজ দুরে। পরে ওই কার্টন খুলে তাতে ৪৩,১৪০ পিছ ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্কার্স কার্ড) পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্যে ৩,৮২,৪৯,৬১৯ টাকা। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার ইউনুচ আলী। আসামি আমিনুরকে স্কার্স কার্ড পাচারের আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল ০১৭১২৯৫৭৮৭১
Leave a Reply