লংগদুতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-
“পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, জাতি পেল স্বপ্নে গড়া সোনার বাংলাদেশ” এই শ্লোগানে রাঙামাটির লংগদু তে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার (২৩ শে জুন) সকালে পতাকা উত্তোলন উপজেলা হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে ।
আলোচনা সভায় লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়া ও এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply