নওগাঁর পোরশায় ট্রাকও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ভুটভুটি চালক আহত।
মোহাম্মাদ হোসেন (বাবু) নওগাঁ প্রতিনিধি :
পোরশার গবিরা কুড়ি গ্রামের মোহা: পলটু মিয়ার ছেলে হাবিবুর রহমান একজন ভুটভুটি ড্রাইভার তিনি আজ বুধবার সকাল ১০ ঘটিকায় পোরশা হইতে আম লোড করে। আম ভর্তি গাড়ি নিয়ে সাপাহার এর উদ্দেশ্যে রওনা দেয়।
যাবার পথে সাপাহারের পেট্রোল পাম্পের সামনে এক দ্রুতগামী ট্রাক ছুটে আসে এবং ভুটভুটি টি কে ধাক্কা দেয়।
এতে ভুটভুটি চালকের পা ভেঙ্গে গুড়িয়ে যায়। আর বাকি দুইজন ভুটভুটি থেকে লাফিয়ে আত্মরক্ষা করে। এবং ভুটভুটি টি চেপে ও দুমড়ে যায়।
এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সাপাহার হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রধান করেন।রুগীর
অবস্থা গুরুতর দেখে তারা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
Leave a Reply