নীলফামারী পৌর সভার
- ৪৬ কোটি টাকার বাজেটঘোষণা
নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
নতুন কোন করারোপ ছাড়াই নীলফামারী পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রায় ৪৬ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ গতকাল বৃহষ্পতিবার পৌরসভা হল রুমে এ বাজেট ঘোষনা করেন। স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বৃদ্ধি করে ৪৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট সভায় টানা ৩৩ বছর পৌর মেয়রের দায়িত্ব থাকা দেওয়ান কামাল আহমেদ আধুনিক শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় পৌর পরিষদের কাউন্সিলারবৃন্দ ও পৌর সভার কর্মকতার্-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply