খুলনার কপিলমুনি চুরী ও চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আটক ৩
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছা থানার বাণিজ্য নগরী কপিলমুনিতে চুরী ও চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় চুরী মামলা হয়েছে।
কপিলমুনি বাজারের রাতের পাহরাদার কামরুল ইসলাম জানান, রবীন্দ্র নাথ দাশ একজন সুপারী ব্যবসায়ী। তিনি বৃহষ্পতিবার রাতে কপিলমুনি বাজারে ট্রাকে করে সুপারী বিক্রয়ের জন্য আনে। পরবর্তিতে রাত ১টার দিকে ট্রকের পাসে সুপারী ছড়ানো দেখে মালিকে সংবাদ দেই। তিনি বাজারে এসে চোরাই মালের খোঁচনিতে থাকে। এ সময় প্রতাবকাঠি গ্রামের মৃত জমির খাঁর ছেলে আরশাদ খাঁ (৫৫), হরিদাসকাটির মৃত মোবারক সরদারের ছেলে তৈয়েবুর রহমান(২০) ও নোয়াকাটির মোহাম্মদ আলীর ছেলে আবু বক্বর(৪৫) এর আড়তে বিক্রি কালে হাতে নাতে স্থানীয়রা ধরে ফেল। এ ঘটনায় সুপারির মালিক রবীন্দ্রনাথ দাস বাদী হয়ে থানায় মামলা করে। যার নং ২৫/২১। পাইকগাছাথানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, চোর, ডাকাতি ও দস্যুতার ব্যাপারে পুলিশ খুবই তৎপর। অপরাধ করলে অপরাধীরা যেখানে থাকবে সেখান থেকে গ্রাপ্তার করে শাস্তির আওতায় নেয়া হবে।
Leave a Reply