সাজিদুল করিম, নাটোর জেলা প্রতিনিধিঃ
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত নাটোর সহ সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে জনসমাবেশ হয় এমন (বিয়ে, জন্মদিন, পার্টি, পিকনিক ইত্যাদি) সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান। এবং অতি প্রয়োজন ছাড়া বাহিরে গেলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা।
প্রঞ্জাপনে আরো জানা যায় গনমাধ্যম ( প্রিন্ট ও ইলেকট্রক মিডিয়া) সহ জরুরী পরিষেবা আওতাবহির্ভূত থাকবে এবং খাবারের দোকান সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে।
এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যাক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
Leave a Reply