মির্জা সাইদুল ইসলাম সাঈদ।
স্টাফ রিপোর্টার,দৈনিক বিজয়ের বানী।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক (বুধবার ৩০জুন) গৃহীত সিদ্ধান্তের আদলে, টাংগাইল জেলা প্রশাসক’র কার্যালয়, স্মারক নম্বরঃ-
(০৪,০০০০,৫১৪.১৬.০০১.২১.২০৩)। মোট ২১টি কলামে নানাবিধ সিদ্ধান্ত সম্বলিত এক প্রজ্ঞাপন জারি করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত টাংগাইল সহ সারাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উক্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, স্থল, নৌ, আভ্যন্তরিন বিমান সহ যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে জনসমাবেশ হয় এমন ধরনের সকল অনুষ্ঠান যথাঃ- বিবাহ উত্তর প্রীতি নিমন্ত্রণ , জন্মদিন, পার্টি, পিকনিক, রিসোর্ট, পার্ক সহ সামাজিক, ধর্মীয় ও গনজমায়েত মূলক রাজনৈতিক অনুষ্ঠান ইত্যাদি। এ ছাড়া থাকছে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবার উপর নিষেধাজ্ঞা ও কঠোর শাস্তিমুলক ব্যবস্থা।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে গনমাধ্যম ( প্রিন্ট ও ইলেকট্রক মিডিয়া) সহ আইনশৃঙ্খলা ও জরুরী পরিষেবা, কৃষি সংশ্লিষ্ট যাবতীয় পন্য বাহী ট্রাক, পিকাপ, কভার্ডভ্যান,লরি, কার্গো এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত গাড়ি অত্র নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে তবে তদ্ সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র/কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে, বিদেশগামী যাত্রীগন বিমান টিকিট ও প্রয়োজনীয় কাগজ পত্রাদী সঙ্গে নিয়ে গাড়ি করে বিমান বন্দর যেতে পারবে। খাবারের দোকান সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সকাল ০৯টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত স্বাস্থ্যবিধী মেনে উন্মুক্ত স্থানে বিক্রি করা যাবে সে ক্ষেত্রে স্থানীয় বানিজ্য বা বাজার কমিটি নিয়মাবলি নিশ্চিত করবে বলেও নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া শিল্প কারখানা গুলো স্বাস্থ্যবিধি মেনে নিজ দায়িত্বে পরিচালনা করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বলা হয়েছে, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যাক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
ওই আদেশে এছাড়াও রয়েছে,আদালত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করবে বলেও উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়া সংক্রান্ত বিষয়ে, সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রনালয় যাবতীয় নির্দেশনা প্রদান করবেন বলেও উল্লেখ করা হয়েছে।
Leave a Reply