মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি, চলাচলে বিধি-নিষেধ আরোপের প্রথম দিনে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার সকল উপজেলার সকল হাটবাজারসহ রাস্তায় নেমেছে জেলা প্রশাসন মৌলভীবাজারের সমন্বয়ে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসারসহ সবাই।
আজ বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল ৬টা থেকে মৌলভীবাজার জেলা শহরসহ সকল উপজেলা শহর ও আওতাধীন সকল বাজর হাটে অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর কঠোর তৎপরতায় প্রায় ফাঁকা ছিল জেলা সদরসহ সকল উপজেলা সদর ও অন্যান্য এলাকা। সেই সাথে জেলাশহরসহ বিভিন্ন উপজেলা শহরের প্রবেশদ্বারে ছিলো পুলিশের চেকপোস্ট। উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেটে নজরদারি করতে দেখা গেছে। এবং বিভিন্ন সড়কে ঘুরতে দেখা যায়।
আগামী ০৭ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত আরোপিত “সার্বিক কার্যাবলি চলাচলে বিধিনিষেধ” বাস্তবায়নে জেলা প্রশাসন মৌলভীবাজার, সকল উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসারসহ সবাই মাঠে বলে জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
Leave a Reply