মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
করোনা সংক্রমণ রোধে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশকে ফেস শিল্ড ও মাস্ক সুরক্ষা সামগ্রী দিয়েছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ। ১১ জুলাই রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মুক্তা,সদস্য রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন.টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত হয়ে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড ও চৌরাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশকে নিজ হাতে ফেস শিল্ড ও মাস্ক পরিয়ে দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাপোলো।এ সময় ঠাকুইগাও জেলা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,রোদ বৃষ্টির মধ্যে করোনা যোদ্ধা ট্রাফিক পুলিশ তারা নিজেদের কথা চিন্তা না করে সার্বক্ষণিক জনসাধারণকে করোনা সংক্রমণ থেকে রক্ষার ও যানজট মুক্ত শহরের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তাদের সবার জন্য আমার নিজ অর্থায়নে সামান্য কিছু ফেজ শিল্ড ও মাস্ক বিতরণ করেন পুলিশের ভালো কাজে উৎসাহ ও সাহস প্রদান করা আমাদের দায়িত্ব।
ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের টিআই মাসুদ বলেন, পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ব্যক্তিরাও করোনা সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষকে সহযোগিতার পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তাদের সুরক্ষা সামগ্রী বিতরণ করে উদাহারণ সৃষ্টি করছে। এসব কার্যক্রম অব্যাহত থাকলে আমরা নিজেরা সুরক্ষিত থেকে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।
Leave a Reply