মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে পায়ে হেঁটে চলাচল করার
রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দিলোয়ারকে বেধরক মারপিট করে মাথা ফাটিয়ে দেয় , এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় হলদিপাড়া গ্রামের
মৃত খলিলুর রহমান খোকার ছেলে মোঃ দিলোয়ার হোসেন (২৮) এর সাথে একই গ্রামের মোঃ আছালতের ছেলে মিষ্টার (৪০), মৃত রমজান আলীর ছেলে মোঃ কালাম (২৭), মোঃ বিলাল হোসেনের দুই ছেলে মোঃ জাকের আলী(৪০) ও শাকিরুল হোসেন এর সঙ্গে বাড়ির পার্শ্বে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে (১৩ জুলাই) মঙ্গলবার সকাল ৮টায়
গ্রামের মুরুব্বিদের নিয়ে মিমাংসা করার জন্য সালিসি বৈঠক চলাকালে প্রতিপক্ষ মিষ্টার, কালাম, জাকের আলী, শাককিরুল সহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত ভাবে দিলোয়ারের উপর হামলা চালায়।
এসময় দিলোয়ার হোসেন ও তার স্ত্রী ববি বেগম(২৫) কে বেধরক ভাবে মারপিট করে মাথা ফাটিয়ে আহত করে। আহতরা বর্তমানে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত দিলোয়ারের ভাই আরিফুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামি করে শিবগঞ্জ থানা অভিযোগ দায়েরের করেন বলে জানান।
Leave a Reply