শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইল জেলা প্রতিনিধি ঃ
টাংগাইলে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত
মহামারি জয় করি কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা ও হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় টাংগাইল পৌর সভার সামনে থেকে র্যালী বের হয় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে টাংগাইল প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে এবং মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, মানব পাচার প্রতিরোধ প্রকল্প টাঙ্গাইল ইউনিটের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট আব্দুল গনি আল রুহী, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন রাসেল, বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারি খন্দকার আমিনা রহমান বিউটি, মানবাধিকার কর্মি মাহমুদা সেলী, নাজমুস সালেহীন প্রমুখ।
এসময় টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply