হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর – গোয়াইনঘাট- কানাইঘাট – কোম্পানিগন্জের সাংবাদিকদের নিয়ে গটিত বৃহত্তর জৈন্তা রিপোটার্স ক্লাবের কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি তে নির্বাচিত সভাপতি মো: আবু তালহা তোফায়েল প্রতিবেদককে বলেন, সকল পূর্ণাঙ্গ কমিটি সদস্য নামের তালিকা প্রেরিত অনুযায়ী প্রকাশিত হয়। উক্ত পূর্ণ কমিটি ১৫ বিশিষ্ট সদস্য সন্মতিক্রমে ১ বছর মেয়াদ পর্যন্ত পরিচালিত হবে।
বৃহত্তর জৈন্তা রিপোটার্স ক্লাবের পূণার্ঙ্গ কমিটি পদবী প্রতিষ্ঠান ও নামের তালিকা নিন্মে দেয়া হল:
সভাপতি – মো: আবু তালহা তোফায়েল – সিমান্তের আহবান, সিনিয়র সহ সভাপতি শেখ কামাল হোসাইন, সিটিজি ক্রাইম টিভি ও সিটিজি নিউজ, সহ সভাপতি হাসান মোহাম্মদ বদরুল – দৈনিক বিজয়ের বাণী, সাধারণ সম্পাদক, জাকির হোসেন সুমন – দৈনিক তরুণ কন্ঠ, যুগ্ম সম্পাদক, সুহেল আহমেদ, দৈনিক সিলেটের দিনরাত, সহ সম্পাদক, ফাইম আহমেদ – সার্চ টাইম, সাংগঠনিক সম্পাদক, বাছির আহমেদ, সিটিজি ক্রাইম টিভি ও সিটিজি নিউজ, প্রচার সম্পাদক, জাহিদুল ইসলাম জাহিদ, সিটিজি ক্রাইম টিভি ও সিটিজি নিউজ, সহ প্রচার সম্পাদক, রুবেল আহমেদ, দৈনিক অপরাধ সন্ধানী, তথ্য ও প্রকাশনা সম্পাদক, মোঃ আব্দুল্লাহ, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, আশিক আহমেদ, সেলিম আহমেদ, সুহেব আহমেদ, সেলিম উদ্দীন।
Leave a Reply