সাজাদুর রহমান সাজু গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসেবে ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নবাগত কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ত্ব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী। এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার জাহান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাপতি গোপাল মোহন্তসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ও
Leave a Reply