জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলা করগ্রাম এলাকার থেকে ২২৪ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস আহমেদ (২৪) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ী ও ১৭ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি জৈন্তাপুর উপজেলার করগ্রাম এলাকার ইউসুফ আলীর ছেলে আর ওই শিশুর বাড়ি উপজেলার দরবস্ত এলাকায়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে র্যাব-৯ সিলেটের এএসপি সোমেন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গতকাল বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সিলেট পল্লী বিদ্যুৎ অফিস-২, সদর দপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন,পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply