ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে এক কমর্সূচি আয়োজন
ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি খায়রুল ইসলাম দিপু
মহান বিজয় দিবস উপলক্ষে এক কমসূর্চি
আয়োজন করা হয় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ। মহামারি করোনা ভাইরাস এর কারণে এবারের বিজয় দিবস অনুষ্ঠান তেমন আনুষ্ঠানিক ভাবে করা হয়নি। তবু শহিদদের সম্মান জানানোর জন্য সকল শিক্ষক এবং সীমিত সংখ্যা ছাত্রছাত্রী। যথাযথ স্বাস্থ্যবিধি মেন কমসূর্চি পালন করে।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। সারাদেশের মানুষ আজ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করবে। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা।
এ উপলক্ষে তোপধ্বণি ৩১বার মাধ্যমে বিজয়ের কমসূচি শুরু করে। সূর্যউদয়ের সাথে জাতীয় পতকা উত্তোলন করে। সকাল ৭টায় প্রিন্সিপাল জনাব রফিকুর ইসলামের উপস্থিতে জাতীয় সংগীত সাথে সাথে জাতীয় পতকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা মুক্তি যুদ্ধ স্মৃতি সৌধ পুষ্পতবক অপর্ণ করে সকাল ৯.৩০ এবং আলোচনা সভা। আলোচনার সভার সভাপতি করে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজর প্রিন্সিপাল জনাব মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ এর প্রিন্সিপাল জনাব রফিকুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক জনাব সাইফুল ইসলাম সহ আর অনেক। আলোচনা সভার শেষ সকল শহিদ দের দোয়া মধ্যে দিয়ে বিজয় দিবসের কমসূর্চি সমাপ্তি ঘটায়।
Leave a Reply