খুলনা জেলা প্রতিনিধি ঃ
খুলনার পাইকগাছার রাড়ুলীতে জন্ম হয়েছিল বিখ্যাত রসায়নবিদ স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৮৬১ সালের ২রা জুলাই জন্ম গ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন তিনি মৃত্যু বরন করেন। এই বিখ্যাত রসায়নবিদের জন্মের কারণে শুধু রাড়ুলী নয় বাংলাদেশ নয় বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেচে থাকার অনুপ্রেরণা যোগান এই দেশ বাসী।
আজ ২রা আগষ্ট তার ১৬০ তম জন্ম দিন উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠন ও সহ নানন পেশার মানুষের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সীমিত পরিসরে আলোচনা সভা করেছে নানান সংগঠন। পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু সহ সকলের পক্ষ থেকে মাল্যদান করা হয়েছে, পাইকগাছা উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ও উপজেলা আওয়ামিলীগের পক্ষ থেকে রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সহ নানান সংগঠনের পক্ষ থেকে পুস্পঅর্পণ করা হয়েছে।
Leave a Reply