মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন। রায়পুর, লক্ষীপুর কর্তৃক ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকঙ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গাছের চারা বিতরণ এবং বিশেষ আলোচনা সভার (ভার্চুয়াল) আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরীর সভাপতিত্বে দিবসের সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান, রায়পুর উপজেলা পরিষদ , সম্মানিত মেয়র রায়পুর পৌরসভা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সহকারী কমিশনার (ভূমি), ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, অফিসার ইনচার্জ রায়পুর থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প “স্বপ্ন কুটির” এ বৃক্ষরোপণ এবং চারা বিতরণ করা হয়। এ ছাড়া এ দিবস উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
Leave a Reply