হাসান বদরুল জৈন্তাপুর প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
রোববার সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধু স্মৃতি জৈন্তাপুর উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ আবদুল জলিল, উপদেষ্টা মীর শোয়েব আহমদ, অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ কামাল হোসেন, সহ-সভাপতি হাসান মোহাম্মদ বদরুল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন- যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল শরিফ,অর্থ সম্পাদক ইউসুফুর রহমান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক রুবেল আহমেদ, সদস্য আরিফুল ইসলাম, সদস্য আশিকুর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এর পরবর্তী সময়ে, ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের প্রধান কার্যালয়ে।
Leave a Reply