মোঃ জহুরুল ইসলাম সৈকত শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার হইতে যাদুঘর পর্যন্ত রাস্তার দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে খানা খন্দে পানি ভরে যাওয়ায় প্রতি নিয়তই দূর্ঘটনা ঘটে। রাস্তাটি বর্তমানে বেহলা অবস্থা হলেও সংস্কারের উদ্যোগ নেই কতৃপক্ষের।
সরেজিমনে গিয়ে দেখা যায়, মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজ সংলগ্ন, হতে মর্নিংসান কেজি স্কুল, মহাস্থান যাদুঘর অস্থায়ী পুলিশ কাম্পের সামনের বেহাল দশা একটু বৃষ্টিতে ভাঙ্গা খাদ গুলো ভরে যায়, তাতে করে যানবাহন চলাচলে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এদিকে শিবগঞ্জ উপজেলা মেইন গেট হতে আমতলী ব্যাংক অফিস সংলগ্ন, নাগর বন্দর ও কিচক জয়পুরহাট রোড গুলো ১০/ ১৫ মিটার পর পর গর্তে পরিণিত হয়েছে। এদিকে আমতলী থেকে গুজিয়ারহাটসহ উপজেলার বিভিন্ন পয়েন্ট গুলোতে রাস্তার বেহাল দশা।
শিবগঞ্জ উপজেলাটি কৃষিখাতে অনন্য এক নাম, ভালো ফলন উৎপাদন হয়। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল মহাস্থান বাজার সহ বিভিন্ন বাজারে কাঁচামাল সরবরাহ করে থাকে। আর এ কৃষি পূণ্য গুলো সরবরাহ করতে তাদের রাস্তায় পড়তে হয় বিপাকে। তাদের কৃষি পূণ্য সময় মত হাটে নিতে না পারলে নায্য দাম পায়না তারা। তাদের দাবি যে রাস্তার এই সমস্যার জন্য আমরা সময় মতো বাজার ধরতে পারিনা বিধাই, সঠিক দাম পাইনা আমরা।
অত্র উপজেলায় স্কুল কলেজ মাদ্রাসা সহ ছোট বড় অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে সময় মত পৌঁছাতে পারেন না রাস্তার এই অবস্থার কারণে। যার ফলে যানজট লেগেই থাকে প্রায় সময় । আমাদের দাবি যে রাস্তাটি সংস্কার করার জন্য কতৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। এই রাস্তা দিয়ে জয়পুরহাট, দিনাজপুরসহ বিভিন্ন জেলার বাস ট্রাক এই পথ দিয়ে দিন-রাত অবাদে চলাচল তার কারণে রাস্তাটি মূলত নষ্ট হয়েছে।
এদিকে গত কয়েক মাস আগে রায়নগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিবগঞ্জ থানা মোড় পর্যন্ত, সংস্কার করা হলেও, হয়নি মহাস্থান বাজার সংলগ্ন থেকে যাদুঘর অস্থায়ী পুলিশ কাম্পের সামনের রাস্তা সহ উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে আমতলী গুজিয়ারহাটের রাস্তা গুলোর সংস্কার কাজ।
রাস্তাটি সংস্কারের দাবীতে সম্প্রতি কয়েক মাস আগে শিবগঞ্জ উপজেলা সদরে উপজেলার সচেতন মহলের ব্যক্তিরা মানবন্দন কর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় রায়নগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিবগঞ্জ থানা মোড় পর্যন্ত সংস্কার করেন কতৃপক্ষ।
Leave a Reply