বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে প্রকৌশলী এসএম তৌফিকুল্লাহ(৩৫) ঘটনা স্হলে নিহত ও তাঁর মা নাজমা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
২০ আগস্ট (শুক্রবার) সকাল ৮ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর রানীরহাট মোড় নামক স্হানে ঢাকা- বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত এসএম মোঃ তৌফিকুল্লাহ পাবনা জেলার সাথিয়া উপজেলার সরিষা গ্রামের এসএম সানাউল্লাহ মিয়া ছেলে। নিহত তৌফিকুল্লাহ ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন বলে তাঁর স্বজনরা জানান।এই দুর্ঘটনায় তাঁর মা নাজমা বেগম(৫৫) গুরুতর আহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ শেরপুর গাড়ীদহ ক্যাম্পের উপ- পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ছিলেন প্রকৌশলী তৌফিকুল্লাহ ও তার মা নাজমা বেগম। শুক্রবার সকালের দিকে মাইক্রোবাস যোগে ঢাকায় কর্মস্হলে তার মা কে নিয়ে।পথিমধ্যে ঢাকা- বগুড়া মহাসড়কে মির্জাপুর রানীরহাট মোড়ে পৌঁছিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের পিছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে- মুচড়ে যায়। এসময় মাইক্রোবাসে থাকা প্রকৌশলী এসএব মোঃ তৌফিকুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। সেই সঙ্গে তাঁর মা নাজমা বেগম গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্হানীয়দের সহযোগিতায় নাজমা বেগমকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply