বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বাবলাতলায় বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইকের যাত্রী আল আমিন ( ৩১) ঘটনাস্থলেই নিহত, চালক মোতাহার হোসেন(৩০) গুরুতর আহত হয়েছে।
৩১ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া আদিমদীঘি উপজেলার বাবলাতলি এলাকার পূর্ব পাশে বগুড়া- নওগাঁ মহাসড়কে নওগাঁগামী একটি বাস মুড়ইলগামী ইজিবাইকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এতে যাত্রী আল আমিন ঘটনাস্থলে নিহত হন। চালক মোতাগার হোসেন আহত হন। নিহত আল আমিন আদমদীঘি উপজেলার মুড়ইল বাজারের মোঃ শরিফুল ইসলামের ছেলে। আহত চালক হোসেন একই উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। স্হানীয়রা আহত মোতাহার হোসেনকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টর ওই স্হানে নওগাঁগামী একটি অজ্ঞাত বাস মুড়ইলগামী ইজিবাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্হলেই পৌঁছে নিহত আল আমিনের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply