এ,কে বিপ্লব
ফেনী জেলা প্রতিনিধি
খালেদা জিয়ার বাড়িতে সামনে আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদকঃ ফুলগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জানা যায়, ১লা সেপ্টম্বর বুধবার দঃ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচি ছিলো। একই স্থানে দুই দলের কর্মসূচিথাকায় এলাকা থমথমে অবস্থা বিরাজ করে। এমতাবস্থায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসন ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার জানান, ০১ সেপ্টেম্বর পূর্ব ঘোষিত উপজেলা আওয়ামীলীগের প্রতিটি ইউনিয়নে মিছিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগ ও অংগসংগঠন মিছিল শেষ করে শ্রীপুর গ্রামে সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়।
ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন জানান, ০১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। কিন্তু একই স্থানে বাংলাদেশ আওয়ামীলীগ পাল্টা কর্মসূচি দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তাই বিএনপির সকল কর্মসূচি তাৎক্ষনিক স্থগিত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, একই স্থানে একই দিনে রাজনৈতিক দুটি দলের কর্মসূচি আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই অধ্যাদেশ আজ রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। সমাবেশস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply