প্রফেসর শিরিন আক্তার কে ফুলেল শুভেচ্ছা জানাল চবির কলা ও মানববিদ্যা অনুষেদ
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী. চট্টগ্রাম :
নারী শিক্ষায় অবদান, নারী উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিতপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বেগম রোকেয়া পদক পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (২৩ডিসেম্বর) উপাচার্যের অফিস কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মনজুরুল আলম, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ।
এইসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য অনুষদের সদস্যদের আন্তরিক ভাবে ধন্যবাদ।
তিনি আরো বলেন, এ পুরস্কার (বেগম রোকেয়া পদক)
আমার একার নয় এটি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের। এই পুরস্কার প্রাপ্তিতে নারীদের নিয়ে অধিকতর কাজ করার ক্ষেত্রে তাঁকে আরো উৎসাহ অনুপ্রেরণা যোগাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা ডিন এবং সভাপতি ও পরিচালকবৃন্দ উপাচার্যের এই পদক প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই অত্যন্ত আনন্দিত।
Leave a Reply