বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা নবাগত ওসি মো. মনিরুল ইসলাম এর সঙ্গে মোংলা পোর্ট পৌরসভার সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২আগষ্ট) সন্ধায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ওসি মো. মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুরুতে পরিচয় পর্ব শেষে নব নিযুক্ত ওসি মনিরুল ইসলাম (মনির) বলেন, সরকার কতৃক অর্পিত অফিসার ইনচার্জ হিসেবে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে তিনি জনপ্রতিনিধির ও রাজনৈতিক ব্যাক্তি দের সহযোগিতা চান। এ সময় নবাগত ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ ও জনপ্রতিনিধির কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। মতবিনিয় সভায় অফিসার ইনচার্জ ছাড়াও পুলিশ কর্মকর্তাদের মধ্য উপস্থিত ছিলেন, ওসি তদন্ত ঠাকুর দাশ, সেকেন্ড অফিসার একরামুল হক। এই দুই কর্মকর্তাও সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলেন। মোঃ মনিরুল ইসলাম মনির অফিসার ইনচার্জ হিসেবে বৃহস্পতিবার মোংলা থানায় যোগদান করেন। এর আগে তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় কর্মরত ছিলেন। মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভ ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল কালাম শিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হাওলাদার, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামরুল আহছান, সাধারণ সম্পাদক উত্তম সরকার, ৫ নং ওয়ার্ডের মোঃ আইউবয়ালী, সাধারণ সম্পাদক মেঃ সাকিল, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মোকলেছুর রহমান, সাধারন সম্পাদক মোস্তফাফিজুর রহমান প্রমূখ।
Leave a Reply