বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ার সারিকান্দিতে এক প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণেের দায়ে মোঃ আমজাদ হোসেন(৫০) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব-১২ বগুড়া।
৩ সেপ্টেম্বর(শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা এলাকায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা তাকে আটক করে। আটককৃত আমজাদ হোসেন সারিয়াকান্দি থানার কামালপুর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে ও ২নং কামালপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ড সদস্য।
৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় র্যাব-১২ এর পাঠানো এক বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়,বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের এক গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ায় সেই সুযোগে ইউপি সদস্য আমজাদ হোসেন ওই গৃহবধূকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত। ভিকটিম তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ০৪-০৮-২০২১ তারিখে সে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এঘটনার পর থেকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ধর্ষক ইউপি সদস্য আমজাদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। এর একপর্যায়ে র্যাব-১২ এর অাভিযানিক দল জানতে পারে যে,আমজাদ হোসেন বগুড়া জেলা সদর থানা এলাকায় আত্মগোপন করে আসে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ৩ সেপ্টম্বর (শুক্রবার) রাত সাড়ে ১১টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-১২ বগুড়া এর স্পেশাল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন জানান,আটককৃত আমজাদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ওই গৃহবধূকে ধর্ষণের পর থেকে বিভিন্ন জেলায় আত্মগোপন করে ছিল। তিনি আরও জানান,তার বিরুদ্ধে এলাকার জনগণের অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সারিকান্দি থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply