মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর প্রতিনিধি
স্বাক্ষরতার সঙ্গে শিক্ষা এবং শিক্ষার সঙ্গে উন্নত জাতি ওতপ্রোতভাবে জড়িত।১৯৬১ সালের ডিসেম্বর মাসে পৃথিবীর সব দেশ থেকে নিরক্ষরতা দূর করতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সবার জন্য স্বাক্ষরতা বিষয়ক প্রস্তাব গৃহীত হয়।যার প্রেক্ষিতে ১৯৬৬ সালে ইউনেস্কো প্রথম স্বাক্ষরতা দিবস পালন করে। তখন থেকে সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়ে আসছে।তবে বাংলাদেশে দিবসটি পালিত হয়ে আসছে ১৯৭২ সাল থেকে। তাই আসুন এই স্বাক্ষরতা দিবসে “সবার জন্য স্বাক্ষরতা, সমৃদ্ধ জাতির নিশ্চয়তা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যক্তি, পরিবার,সমাজ তথা জাতীয় জীবনে শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করে একটি শিক্ষিত,দক্ষ,ও আত্মনির্ভরশীল উন্নত জাতি হিসেবে বাংলাদেশ কে বিশ্বের বুকে সমাদৃত করি।
আজ ০৮/০৯/২০২১ তারিখ রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস – ২০২১’ উদযাপন উপলক্ষে র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব গিয়াস উদ্দীন রুবেল ভাট, সহকারী কমিশনার ভূমি জনাব আখতার জাহান সাথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরীন চৌধুরী।
এ সময় আজকের দিবসের তাৎপর্যের বিষয়ে আলোচনার পাশাপাশি রায়পুর উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন ১২ তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে উপস্থিত সকল শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়সহ সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী ।
Leave a Reply