1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না সাফারি পার্ক হবেই হবে পরিবেশমন্ত্রী - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
ad

জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না সাফারি পার্ক হবেই হবে পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ Time View

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় ৯৮০ কোটি ব্যয়ে দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না।বর্তমান সরকার জনবান্ধব সরকার।জুড়ীকে ”গ্রীণ জুড়ী, ক্লিণ জুড়ী” প্রকল্পের আওতায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।জুড়ী বড়লেখাকে আলোকিত করে তুলতে ৫ কোটি টাকার সৌরবিদ্যুৎ বাল্ব সড়কে বসানো হচ্ছে।আপনারা সকল অপপ্রচার প্রতিরোধে সবসময় প্রস্তুত থাকবেন।যারা উন্নয়নে বাধাগ্রস্হ সৃষ্টি করবে তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে।

 

তিনি আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে অনুঠিত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কমসূচীর আওতায় এককালীন আর্থিক অনুদান ও দূরারোগ্য রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলছিলেন।তিনি আরও বলেন,জুড়ীতে একটি মিনি ষ্টেডিয়াম করা হবে।ইতিমধ্যে ১৩ কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে।দ্রুত কাজ শুরু করা হবে।জুড়ীতে মডেল মসজিদের জমি নিয়ে জটিলতা থাকায় কাজ শুরু করতে বিলম্বে হচ্ছে।মসজিদের নতুন জমি অধিগ্রহণ করে দ্রত কাজ শুরু হবে।জুড়ী ফুলতলা সড়কে কাজ আগামী ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে শেষ না করলে ঠিকাদারের বিরূদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।মন্ত্রী বিতরণ অনুষ্টান শেষে উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলঘাট চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

 

একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান , পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমূখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি(ভূমি) রতন কুমার অধিকারি,জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ ,প্রকল্প কর্মকর্তা ওমর ফারুক, পঃজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ,দঃভাগ (দঃ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির আহমদ কালা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, পুর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া, তৈয়বুননেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান , সাধারণ সম্পাদক গৌতম দাশ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বনমন্ত্রী উপজেলার ৩৪৪৭ জন চা শ্রমিকদের মধ্যে ৫হাজার টাকা করে ১কোটি ৭২ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।একজন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা,সংস্কৃতিসেবী ১০ জনকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি