হাবিপ্রবিতে জোড়া খুন: ছাত্রলীগ নেতা ‘সিঙ্গেল’ গ্রেপ্তার
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর (সদর) প্রতিনিধিঃ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জোড়া খুনের আসামি ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সিঙ্গেল (৩০) কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আটক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সিঙ্গেল হলেন দিনাজপুর শহরের রামনগর পাটুয়াপাড়া ও দিনাজপুর হাই স্কুল বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মজিবর রহমান মাস্টারের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জোড়া খুনের আসামি মাহমুদুল হাসান সিঙ্গেল আটকের সংবাদ নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে হাবিপ্রবি’র দুই মেধাবী ছাত্রের খুনের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মাহমুদুল হাসান সিঙ্গেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই ছাত্রলীগ নেতা সিঙ্গেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৪ এপ্রিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র জাকারিয়া ও মাহমুদুল হাসান মিল্টনকে পিটিয়ে হত্যা করে। এই নিহত দুই ছাত্রের পরিবার দিনাজপুর আদালতে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। এই জোড়া খুনের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজব, জেলা ছাত্রলীগেরসহ সভাপতি রায়হানসহ আরো কয়েকজনকে আটক করা হয়েছে। এরা সকলেই দিনাজপুর জেলা কারাগারে রয়েছে।
Leave a Reply