আলামিন আহমেদ নাঈম সিলেটঃ
সিলেটের কানাইঘাট উপজেলার গোলশানা আক্তার (২৮) নামে ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে উপজেলার দর্পনগর পশ্চিম গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,গোলশানা আক্তার উপজেলার ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের সোহেল আহমদের স্ত্রী। কিছুদিন পূর্বে গোলশানা আক্তারের এক শিশু সন্তান মারা গেলে গোলশানা আক্তার মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
শুক্রবার জুমআর নামাজে স্বামী সোহেল আহমদ তার ছেলেকে নিয়ে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী গোলশানা আক্তার ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলে আছেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল তৈরি করে লাশ থানায় নিয়ে আসেন।
কানাইঘাট থানা পুলিশ জানায়, নিহত গোলশানা আক্তারের ময়না তদন্তের জন্য সিলেট এমসি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply