সিলেট ব্যুরোঃ
হবিগঞ্জ জেলার লাখাইয়ে এক স্কুলছাত্রীর বিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। সোমবার (২০ সেপ্টেম্বর) ওই স্কুলছাত্রীর বিয়ের আয়োজনের মধ্যেই প্রশাসনের লোকজন হাজির হলে বিয়ে বন্ধ হয়ে যায়। আর প্রশাসনের লোকজনকে দেখে পালিয়ে যান কিশোরীর বাবা।
এসময় স্কুলছাত্রীর মা-কে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
জানা যায়,উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ১৬ বছর বয়সী ওই কিশোরীর নামে নতুন করে জন্মসনদ বানিয়ে বয়স বেশি দেখানো হয়।
তবে স্কুলের রেজিস্টার আর নতুন তৈরি জন্মসনদের মধ্যে কোন মিল খোঁজে পাওয়া যায়নি। সেজন্য স্কুলছাত্রীর মাকে জরিমানা করা হয়। একই সাথে ওই স্কুলছাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে নির্ধারিত ফরমে মুচলেকা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন,আমি মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছি তিনি কোন তথ্যের ভিত্তিতে জন্মসনদ প্রদান করেছেন।
সেই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন ইস্যুকৃত জন্মসনদ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে।
Leave a Reply