শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় সোমবার (২০ সেপ্টেম্বর) বিরামহীন বৃষ্টির মধ্যে দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এদিন উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের ৭ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সুত্র জানায়, এবারের নির্বাচনে মোট ৭৩% ভোটার উপস্থিতি হয়েছে। নির্বাচিতরা হলেন, কপিলমুনি ইউনিয়নে ২য় বারের মত কওছার আলী জোয়াদ্দার (আওয়ামীলীগ), লতায় ২য় বারের মত কাজল কান্তি বিশ্বাস (আওয়ামীলীগ), সোনাদানায় আঃ মান্নান গাজী (আওয়ামীলীগ), লস্কর ৩য় বার কে,এম আরিফুজ্জামান তুহিন (আওয়ামীলীগ), রাড়ুলীতে ৬ বার মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আওয়ামীলীগ), গদাইপুর শেখ জিয়াদৃল ইসলাম (আওয়ামীলীগ), দেলুটিতে ২য় বার রিপন কুমার মন্ডল (আওয়ামীলীগ), গড়ইখালী স্বতন্ত্র প্রার্থী আঃ ছালাম কেরু (আনারস) ও চাঁদখালীত শাহাজাদা আবু ইলিয়াস (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইজাজ শফি জানান, চাঁদখালীর কাট্বাুনিয়া ভোট কেন্দ্রে গোলযোগের সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১ রাউন্ড শট গানের গুলি ছোড়েন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।
ইউএনও এবিএম,খালিদ হোসেন সিদ্দিকী জানান,দু একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সরদার গোলাম মোস্তফার মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে।
নির্বাচনে ৬ ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার ২ হাজার ২৫৩ জন সদস্য দায়িত্ব পালন করেন। র্যাবের তিনটি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি, তিন প্লাাটুন কোষ্টগার্ড, ১ হাজার ৫৬৫ জন আনছার ও ৫৫০ জন পুলিশ দায়িত্ব পালন করেন
Leave a Reply