এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় দুই প্যাকেট অফিসার চয়েজ মদ ও সাত বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দম্পতি কে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর সোয়া পাঁচ টায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলম সিদ্দিকের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলা ২নং কাটল ইউনিয়নের রনগাঁও গ্রামের ইসমাইল হোসেন (৪৫) এর বসতবাড়ি অভিযান চালান। এসময় তাঁর বসতবাড়ি থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় সাত বোতল ফেন্সিডিল, দুই প্যাকেট অফিসার চয়েজ মদ, পনেরটি ফেন্সিডিলের খালি বোতল ও পাচঁটি এমকেডিলের খালি বোতল উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী দম্পতি ইসমাইল হোসেন (৪৫) ও জুলেখা খাতুন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দম্পতি হলেন, বিরামপুর উপজেলা ২নং কাটলা ইউনিয়নের রনগাঁও গ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও ইসমাইল হোসেনের স্ত্রী জুলেখা খাতুন (৩৫)।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এই ঘটনায় বিরামপুর থানায় ৩৬(১) এর ১৪(খ)/২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মামলা হয়েছে। মামলা নং-৩২, তাং ২৯/০৯/২০২১ইং। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দম্পতিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply