শৈলকূপায় জমি সংক্রান্ত বিরোধে জামায়সহ আহত-৫
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপায় জমি সংক্রান্ত বিরোধেের জেরে অন্তত ৫জন আহত হয়েছেন। ঘটনাটি গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ঃ ৩০ টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ী গ্রামে ঘটেছে বলে যানা যায়। এঘটনায় প্রতি পক্ষের হাত থেকে শশুরকে রক্ষা করতে যেয়ে শশুর বাড়ী বেড়াতে আসা পার্শ্ববর্তী ইবি থানার বেড় বাড়িয়া গ্রামের মৃতঃ দিয়ানত আলীর ছেলে মোঃ রফিকুল ইসলামও গুরুতর ভাবে হাতে আঘাত প্রাপ্ত হয়েছেন।
এ ঘটনায় অন্যান্যদের মধ্যে যারা আহত হয়েছেন তারা হলো, রফিকুল ইসলামের শশুর শৈলকূপা উপজেলার মহিষগাড়ী গ্রামের মোঃ হাসেম মালিতার ছেলে ফরিদ মালিতা, শেলক ফরিদ মালিতা, শাশুড়ী শামসুন্নাহার,ও নুর-আলী মালিতার স্ত্রী। আহতরা বর্তমান ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনা সম্পর্কে আহত পরিবারটির বিষয়ে খোঁজ নিতে যেয়ে তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাওয়া যায়। সেসময় তারা ঘটনার বিষয়ে উল্লেখ করে সাংবাদিকদের জানান, পূর্বে থেকে তাদের একটি জমির আইল নিয়ে প্রতিপক্ষ তারই আপন চাচাতো ভায়েরা গায়ের জোরে তাদের দাবী করে তার জমির মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছিলো। ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ বিজ্ঞ আদালকে মামলা করেন ভুক্ত ভোগী ফরিদ মালিতা। তিনি বলেন, বিজ্ঞ আদালত ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা যারি করে যার যার দখল স্থান ভোগ করার অনুমতি দেয়। তিনি আরও বলেন, দু-পক্ষের উপস্থিতিতে আমীনের মাধ্যমে জমিটি মেপে একটা সিমানা পিলার করে রাখা হয়েছিল কিন্তু শনিবার সকালে জমিতে যেয়ে ফরিদ মালিতা দেখে যে, যেখানে সীমানা পিলার পুতে রাখা হয়েছিলো সেখান থেকে পিলারটি উঠিয়ে তাদের পূর্বের দাবী অনুযায়ী সরিয়ে পুতে রাখা হয়েছে। পিলারটি কে ওখান থেকে সরিয়েছে এই কথাটি শুনতে গেলে একই গ্রামের ইউসুফ মালিতাসহ তার ছেলে নজরুল, মনিরুল, খাইরুল, আশা,ও আরিফুল মালিতা, সাবান মালিতাসহ তার ছেলে রফিকুল ও উজ্জ্বল মালিতা, সুরাব মালিতাসহ তার ছেলে সিরাজুল মালিতা অতর্কিত ভাবে হামলা করে রক্তাক্ত যখম করেন। তিনি বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করতে তার জামায় ছুটে এলে তাকেউ তারা রক্ষা করেনি, তাকেও তারা মেরে যখম করে দিয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষের সাথে মোবাইল ফোনে ০১৩০২-৪১৯৫৮১ নাম্বারে যোগাযোগ করতে চাইলে
Leave a Reply