এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরামপুরের উদ্যোগে জনসচেতনতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
(৪ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্টিত হয়।
মহড়ার পূর্বে অগ্নি দূর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরামপুর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি ট্রেনিং ইন্সপেক্টর মাহাবুবার রহমান ও খাদিজা খাতুন প্রমুখ।
এসময় ইউপি সচিব মনিরুজ্জামান, ইউনিয়ন লিডার আরাফাত হোসেন, ফায়ার ফাইটারগণ মীর কাশেম, আব্দুল করিম,রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, নারী ও পুরুষ ৬৪ জন আনসার প্রশিক্ষণার্থীগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে ঘন্টাব্যাপী প্রত্যক্ষ ভাবে অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে।
Leave a Reply