জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটায় মহালয়ার মধ্য দিয়ে দূর্গাদেবীর আগমনের আবাহন শুরু হয়ে গেছে। আগামী ১১ অক্টোবর ৬ষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। তাই দেবহাটা উপজেলার মোট ২১টি পূজা মন্ডপে সাড়ম্বরে চলছে শারদীয় দূর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। আয়োজকরা জানিয়েছেন, মন্ডপগুলো ব্যস্ত এখন প্রতিমা সাজানো, প্যান্ডেল ও মঞ্চ নির্মান সহ মন্ডপগুলো বিভিন্নভাবে সাজানোর প্রস্তুতিতে। কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীতে। কোন কোন কারিগরেরা একাধিক স্থানে প্রতিমা তৈরী করছেন। কারিগরেরা জানান, তারা দূর্গা প্রতিমা তৈরীতে ২০ থেকে ২৫ হাজার টাকা গ্রহন করেন। তাদের হাতের সুনিপুন কাজ আর মনের মাধুরী মেশানো রংয়ে দূর্গতিনাশিনী দেবী দূর্গা যেন জ্যান্ত হয়ে উঠছেন। দেবীর প্রতিমার অবয়ব গড়ার কাজ শেষে অনেক মন্ডপে প্রতিমা শিল্পীরা ব্যস্ত প্রতিমার সৌন্দর্য বৃদ্ধির কাজে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে দেবহাটা উপজেলা ও থানা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন তৎপরতার চলছে। গত ৩০ সেপ্টেম্বর থানা প্রশাসন ও ৬ অক্টোবর উপজেলা প্রশাসন পৃথক পৃথকভাবে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এবছর উপজেলার ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। উপজেলার ৫ টি ইউনিয়নে যে ২১ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো কুলিয়া ইউনিয়নের বহেরা দূর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া দূর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া দূর্গাপূজা মন্ডপ, বালিয়াডাঙ্গা দূর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা দূর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া দূর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ দূর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের সন্ন্যাসখোলা সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, উত্তর পারুলিয়া চারা বটতলা দূর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া জেলেপাড়া দূর্গাপূজা মন্ডপ, নোড়ারচক দূর্গাপূজা মন্ডপ, বড়শান্তা দূর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া দূর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর দূর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের পালপাড়া দূর্গাপূজা মন্ডপ, কোড়াঁ পাকড়াতলা দূর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা সদর ইউনিয়নের ফুটবল মাঠ দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা বাজার দূর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর দূর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া দূর্গাপূজা মন্ডপ। ইতিমধ্যে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন আয়োজন সম্পন্ন করছে। কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীতে। কোন কোন কারিগরেরা একাধিক স্থানে প্রতিমা তৈরী করছেন। এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে। যাবেনও ঘোড়ায়। তাই সামান্য অবসর নেই এখন প্রতিমা শিল্পী আর কারিগরদের। প্রতিমা শিল্পীরা জানান, সময় যেহেতু আর নেই তাই সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে চলেছেন তারা। তাছাড়া নিখূঁত মূর্তি তৈরীতে করণীয় সব রকম উপকরন ব্যবহার করা হচ্ছে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমার মাটির কাজ শেষে রং তুলির আঁচরে প্রতিমাগুলো জীবন্ত করে তুলছেন তারা। এসব প্রতিমার কাজগুলো ষষ্ঠির আগে শেষ করতে হবে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, এবছর দূর্গাপূজাকে সামনে রেখে আইনশৃ্খংলা বাহিনী সদা তৎপর। ইতিমধ্যে উপজেলার মধ্যে ৩/৪ টি মন্ডপে জনসমাগম বেশী হওয়ার জন্য সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা শান্তিপূর্ন ও নির্বিঘেœ উদযাপন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দূর্গা পূজা সম্পন্নে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply