মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর প্রতিনিধি
উপজেলা প্রশাসন, রায়পুর, কর্তৃক আজ প্রথম বারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল- এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, তালের চারা বিতরণ এবং রোপণ , আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুনুর রশীদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রায়পুর, জনাব গিয়াস উদ্দিন রুবেল ভাট, মেয়র, রায়পুর পৌরসভা, জনাব মো: আব্দুল জলিল, অফিসার ইনচার্জ, রায়পুর থানা, ডা. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব মাজেদা বেগম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব জামসেদ কবির বাকী বিল্লাহ, আহবায়ক, পৌর আওয়ামীলীগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply