বাগেরহাট প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মোংলায় আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২১ পালিত হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এর আয়োজনে ও ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ খুলনা ও সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের সহযোগীতায় খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী ফরেষ্ট স্টেশনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উদযাপন করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন’র সভাপতিত্ব ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির’র সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চল এর বন সংরক্ষক মিহির কুমার দো,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় বন কর্মকর্তা,বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন নির্মল কুমার পাল,বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন,সিএমসি, চাঁদপাই রেঞ্জ আহবায়ক শেখ শফিকুল ইসলাম রাসেল,বানিশান্তা ইউনিয়ন চেয়ারম্যান সুদেব কুমার রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান ও বন বিভাগ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তারা বলেন, নদী ও উপকূলীয় এলাকায় ডলফিনের সংখ্যা হ্রাস প্রতিরোধে এবং ডলফিনের আবাসস্থল রক্ষায় ‘ডলফিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান’ কার্যকর ভূমিকা পালন করবে। শীতকালে গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন দেশের যেসব স্থানে পাওয়া যায় ‘ডলফিন এটলাস ইন বাংলাদেশ’ তা জানাতে সহায়তা করবে।
Leave a Reply