পিরোজপুরের পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ শৈত্য প্রবাহে নাকাল জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে জেলা পুলিশ, পিরোজপুর এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৮ ডিসেম্বর সোমবার পিরোজপুর সদর থানাধীন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) মোল্লা আজাদ হোসেন-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান-পিপিএম এবং পুলিশ সদস্যবৃন্দ।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, জনসেবামূলক কাজে সম্পৃক্ত থাকার মাঝে এক ঐশ্বরিক প্রশান্তি রয়েছে। এমন প্রশান্তি শুধু অনুভব করা যায়।
জেলা পুলিশ, পিরোজপুর সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনসেবামূলক কাজে সম্পৃক্ত থাকতে বদ্ধ পরিকর। জনসেবামূলক কাজের অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা যায়।
Leave a Reply