মোঃ জাকির হোসেন জুড়ী ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আজ ১৩ নভেম্বর শনিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের স্বার্থে জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের নিয়ে গঠিত কমিটির প্রস্তুতি মহড়া (Mock Test) আয়োজন করা হয়।
জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া উপস্থিত থেকে প্রস্তুতি মহড়া কার্যক্রম তদারকি করেন। এসময় তিনি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত প্রস্তুতি মহড়ায় আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), জনাব মোঃ শহিদুল হক মুন্সী।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত প্রতিটি ইভেন্ট পরিচালনায় দায়িত্বরত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply