বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনায় এখনো নৌযানের ৫ জন স্টাফ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ড, নৌ পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়। পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে কয়লাবোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা ৭ জন স্টাফের মধ্যে রাতেই দুইজন জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাকি ৫ জন। বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনাবি থেকে সোমবার রাতে ৬শ থেকে সাড়ে ৬শ মেট্রিক টন কয়লা বোঝাই করে বলগেট এমভি ফারদিন। এটির কয়লা নিয়ে ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ডসহ অন্যান্যরা কাজ করছেন। এদিকে বাল্কহেড ডুবে যাওয়ার জায়গায় মঙ্গলবার দুপুরে মার্কিং স্থাপন করা হয়েছে। যাতে সেখানে পুনরায় কোনো দুর্ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, বাল্কহেডটি মূল চ্যানেলের বাইরে পূর্ব দিকে ডুবেছে, তাতে এ চ্যানেল দিয়ে নৌযান চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না। চ্যানেল সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রয়েছে। এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে ও ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুইটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।
Leave a Reply