শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছায় বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্য করে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু “নারীরাই পারে, নারীরাই পারবে” এ শ্লোগান অনুসরন করে সততা ও নিষ্ঠার সাথে জীবনাদর্শ গড়ে তোলার কথা বলেন। সোমবার ফসিয়ার রহমান মহিলা কলেজে আয়োজিত এইচ,এস,সি, পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পিতা-মাতা ও বড়দের সন্মান ও তাদের আদর্শ অনুসরন করে শিক্ষার্থীদের নারী শিক্ষা বিস্তারে অবদান রাখার অনুরোধ করেন। এমপি বাবু শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি সাহিত্য, সংগীত চর্চা সর্বোপরী শিক্ষাজীবন শেষ করে মেধা-মনন কাজে লাগিয়ে মানুষের কল্যানে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে অসাম্প্রদায়িক দেশ গঠনে ভুমিকা রাখার আহবান জানান। কলেজ অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস,কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,রাড়ুলী আর,কে,বিকে কলেজিয়েট’র ম্যানেজিং কমিটির সভাপতি আকরামুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষার্থী সায়মা জান্নাত ও মুনিরা ফানহানা।এ সময় শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply