নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়া কালামিয়া বাজার কেবি কনভেনশন হল মাঠে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, চট্টগ্রামের আজকের সমাবেশ রায় দিয়েছে খালেদা জিয়ার মুক্তির, বিদেশে উন্নত চিকিৎসার। বর্তমান সরকারের আর সময় নেই উল্লেখ করে তিনি জানান, ঐক্যবদ্ধভাবে বাধা দিতে পারলে সরকারের ভিত্তি থাকবে না।
আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ হোসেন জানান, ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিন, বিএনপি আছে কি নেই, তখন বুঝবেন।
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো বাধা নেই উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, বাধা শুধু সরকারের, আইনেও বাধা নেই।
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে না বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া কোনো দোষ করেননি। শর্তহীনভাবে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। বানোয়াট মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম সহ চট্টগ্রাম নগর, জেলার নেতারা।
Leave a Reply