মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। কেবল এই তারিখে নয়, ডিসেম্বর মাসের শুরু থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ চালায়। এর আগে মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনা মুহূর্তেও ঘাতক বাহিনী অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) কে.বি.এম কলেজ দিনাজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অধ্যক্ষ জনাব জিয়াউল হুদার সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জায়েদী পারভেজ অপূর্বর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সরদার কুদরত ই খুদা, সহকারী অধ্যাপক আব্দুস সবুর,কৃষিবিদ আব্দুল হাই সিদ্দিকী, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক জাহিদুল আলম শাহ্,,, প্রভাষক অমিত চৌধুরী,,, আরো শিক্ষক -শিক্ষিকা ছাত্র ছাত্রী।
Leave a Reply